একাদশ শ্রেণী ভর্তি সহায়তা আবেদন শুরু ২০২৫
![]() |
ভর্তি সহায়তা আবেদন |
একাদশ শ্রেণী ভর্তি সহায়তা আবেদনের নোটিশ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট । একাদশ শ্রেণী ভর্তি সহায়তা আবেদন করা যাবে অনলাইনে । আবেদন শুরু হবে ০৫ মার্চ ২০২৫ তারিখ থেকে শেষ হবে ১০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত ।
একাদশ শ্রেণীর সকল স্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন । ভর্তি সহায়তা দেওয়া হবে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ৮,০০০ টাকা । নগদ একাউন্টের মাধ্যমে এই টাকা দেওয়া হবে ।
ভর্তি সহায়তা আবেদনে যেসব শিক্ষার্থী নির্বাচিত হবে তাদের ৩০ কর্মদিবসের মধ্যেই এই টাকা তাদের একাউন্টে দেওয়া হবে । আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে ।
১। শিক্ষার্থীর ছবি ।
২। শিক্ষার্থীর সাক্ষর ।
৩। জন্ম নিবন্ধন সনদ ।
৪। পিতা - মাতা/ অবিভাবকের জাতীয় পরিচয়পত্র ।
৫। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র/সুপারিশপত্র ।
৬। অবিভাবক/পিতা - মাতা যে প্রতিষ্ঠানে কাজ করে তার সুপারিশপত্র লাগবে ১৩ থেকে ২০ তম গ্রেডের চাকরি করলে (প্রযোজ্য ক্ষেত্রে) ।
৭। অবিভাবক/বাবা - মা/শিক্ষার্থীর নিজের নামে বা এনআইডি দিয়ে নগদ একাউন্ট লাগবে ।
৮। একটি সচল মোবাইল নাম্বার ।
৯। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নম্বরপত্র ।
ভর্তি সহায়তা আবেদন ওয়েবসাইটে পেতে: এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন