এসএসসি ২০২৫ পরীক্ষার সংশোধিত নতুন রুটিন প্রকাশ । গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন

SSC Exam 2025 new routine বিতর্কের মুখে এসএসসির গণিত পরীক্ষা পেছানো হয়েছে। এ পরীক্ষা ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। এর আগে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন অনুসারে, ২০ এপ্রিল গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু সেদিন ইস্টার সানডে হওয়ায়, পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানান খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী ও অভিভাবকরা। ২৩ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের-এর কাছে বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের নির্বাহী সচিব জ্যোতি এফ গমেজ একটি চিঠিও পাঠিয়েছেন। চিঠিতে ইস্টার সানডের দিনে এসএসসি পরীক্ষা রাখায় অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছেন। রুটিন পেয়ে খ্রিস্টান এসএসসি পরীক্ষার্থীরা বিচলিত হয়ে পড়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এরপর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর এবার নতুন রুটিন প্রকাশ করা হলো। এসএসসির সংশোধিত নতুন রুটিন পেতে এখানে ক্লিক করুন